সৌরভ ভট্টাচার্য
28 June 2016
চেকচেক লুঙ্গিটা হাঁটুর উপর তোলা
দুটো বিস্তীর্ণ ক্ষেতের মাঝে যে বাঁকাপথ
সেখানে সাইকেলে পিঠ দিয়ে দাঁড়িয়ে
একমুখ সাদা সাদা খোঁচা দাড়ি নিয়ে
আকাশের দিকে তাকিয়ে, ষাট ছুঁই ছুঁই লোকটা
দুটো বিস্তীর্ণ ক্ষেতের মাঝে যে বাঁকাপথ
সেখানে সাইকেলে পিঠ দিয়ে দাঁড়িয়ে
একমুখ সাদা সাদা খোঁচা দাড়ি নিয়ে
আকাশের দিকে তাকিয়ে, ষাট ছুঁই ছুঁই লোকটা
আকাশে তখন সন্ধ্যামেঘের রঙীন মলাট
ক্ষেতের ঝোঁপে ঝোঁপে ঝিঁঝিঁ, জোনাকির সান্ধ্যবাসর
লোকটার উদাস চোখে ঘন মেঘ জমাট বাঁধা
থমথমে মুখে ঝড়ের পূর্বাভাস
জামার পকেটে মোবাইলে পান্নালালের মাতৃসঙ্গীত
ক্ষেতের ঝোঁপে ঝোঁপে ঝিঁঝিঁ, জোনাকির সান্ধ্যবাসর
লোকটার উদাস চোখে ঘন মেঘ জমাট বাঁধা
থমথমে মুখে ঝড়ের পূর্বাভাস
জামার পকেটে মোবাইলে পান্নালালের মাতৃসঙ্গীত
জীবনকে ফাঁকিতে পাওয়া যায় না
জানি সে জানে
তবে কি অনেক মূল্য নিয়ে
শূন্য রসিদ নিয়ে ফেরালো জীবন!
জানি সে জানে
তবে কি অনেক মূল্য নিয়ে
শূন্য রসিদ নিয়ে ফেরালো জীবন!
ঈশ্বরের কাছে হিসাবের খাতা নেই
থাকলে রাতে শয়ন দিতে সাহস পেত না পুরোহিত
মন্দিরের দরজাগুলো সারারাত থাকত খোলা
আকাশের মত
থাকলে রাতে শয়ন দিতে সাহস পেত না পুরোহিত
মন্দিরের দরজাগুলো সারারাত থাকত খোলা
আকাশের মত