Skip to main content
 
কলকাতা আন্তর্জাতিক বইমেলা আরো কদিন চলবে। আমার একটা সনির্বন্ধ অনুরোধ আর আন্তরিক আবদার আছে আমার বন্ধুদের কাছে। একটু সময় করে 'সাহিত্য একাদেমি'(স্টল - 394) তে যান। আমাদের দেশের নানান ভাষায় লেখা বইগুলো বেশ কিছু বাংলায় অনুবাদ হচ্ছে, অন্তত একটা কিনুন। বইগুলোর দাম খুব বেশিও নয়।
        পাঞ্জাবী, তামিল, তেলেগু, অসমীয়া, ওড়িয়া, মালায়লম, কন্নড়, হিন্দি ইত্যাদি ভাষায় কি অসামান্য সব লেখা হচ্ছে না পড়লে নিজেরই অনুভবের দৈন্য থেকে যাবে। কোনো প্রদেশকে তো তার রাজনৈতিক কিম্বা ভৌগলিক ব্যাখ্যায় ধরা যায় না, ধরা যায় সাহিত্যে। সে ভারতের নানা গ্রামের, শহরের কত পরিবারের অন্দরমহলে প্রবেশ করায়। তাদের হাসি-কান্না-রীতিরেওয়াজ ইত্যাদির সাথে পরিচয় করিয়ে দেয়। নিজেকে অনেক সমৃদ্ধ লাগে। দেশটার যেন হৃদয়ের আরো কাছাকাছি পৌঁছাতে পারি।
        'মাটির টানে' শিবরাম কারান্তের লেখা আজও আমায় তাড়া করে ফেরে। আমি যেন কন্নড়ভাষাভাষী বাসী। 'ভগবানের দুষ্টুমি' মালায়লমকে বুকের কথায় ধরিয়ে দেয়। এরকম 'নীড়', 'তামিল গল্প সংকলন', 'বাবার বন্ধু' অজস্র লেখা আছে। আর কি অসামান্য সব লেখা! হাজার হোক আমার দেশের মাটির গন্ধ মিশে তাদের প্রাণের সুরে। ভাষার দূরত্বটুকু ঘুচলে গায়ের গন্ধ তো এক! প্রাণের হাসি কান্না মূল্যবোধও তো কত কাছাকাছি। 
        এবারেও বইমেলায় আমার দেশের সাহিত্যের বহু বাংলা অনুবাদ এনেছি। জ্ঞানপীঠ প্রাপ্ত উড়িয়া লেখক গোপীনাথ মোহান্তির লেখা 'মাটির কাব্য' উপন্যাসে ডুবছি। অসাধারণ অনুভব। সে বর্ণনা করা যায় না। ঘরেতে পরবাসী থাকার লজ্জা অনেক। সে ঘুচাচ্ছে। 
        তাই অনুরোধ রাখলাম। একবার সম্ভব হলে 'সাহিত্য একাদেমী' ঘুরে আসুন। দেশের এক টুকরো সাথে নিয়ে আসুন পারলে।