সৌরভ ভট্টাচার্য
28 February 2018
ঈশ্বর আমার যৌনতার মত সত্য নয়
ঈশ্বর আমার খিদের মত সত্য নয়
ঈশ্বর আমার গায়ের রঙের মত সত্য নয়
ঈশ্বর আমার খিদের মত সত্য নয়
ঈশ্বর আমার গায়ের রঙের মত সত্য নয়
ঈশ্বর দুটো বিশ্বযুদ্ধের মত বাস্তব ইতিহাস নয়
ঈশ্বর হিমালয়ের সৌন্দর্যের মত ভৌগলিক নয়
ঈশ্বর মহান আত্মাদের মত মরণশীল নয়
ঈশ্বর হিমালয়ের সৌন্দর্যের মত ভৌগলিক নয়
ঈশ্বর মহান আত্মাদের মত মরণশীল নয়
তবু সব শেষ হয়ে
অবশেষে কয়েক চুমুক ঈশ্বর পাত্রের কিনারায় পড়ে থাকে -
যা পান করা যায় না
স্পর্শ করা যায় না
ছুঁড়ে ফেলা যায় না
অবশেষে কয়েক চুমুক ঈশ্বর পাত্রের কিনারায় পড়ে থাকে -
যা পান করা যায় না
স্পর্শ করা যায় না
ছুঁড়ে ফেলা যায় না
একটা পরিশুদ্ধ বিবেক জ্বালানো যায় না বহুক্ষণ
তবু বারবার নিভে যেতে যেতে
বারবার চেকমেট হতে হতেও টিকে যায় ঈশ্বর
নতুন করে ঘুঁটি সাজানো হয় আবার
আবার শুরু হয় নতুন খেলা
তবু বারবার নিভে যেতে যেতে
বারবার চেকমেট হতে হতেও টিকে যায় ঈশ্বর
নতুন করে ঘুঁটি সাজানো হয় আবার
আবার শুরু হয় নতুন খেলা