সৌরভ ভট্টাচার্য
5 October 2022
আমরা যখন গল্প করতে বসি, পাশে ফেভিকুইক, ব্যাণ্ডেজ, ফেভিকল, গঁদের আঠা আরো কি কি যে লাগে! হাসতে হাসতে আমাদের কতবার যে পেট ফাটল, আবার আমরা ফেভিকুইক দিয়ে টিয়ে জোড়া লাগালাম সে আর কি বলব। মিথ্যা বলব না একবার সিমেন্টও করতে হয়েছিল।
হাসির কারণ? উঁহু। সে সব বলা যাবে না। তারপর পেট-টেট জোড়া না লাগলে আমাদের দোষ হবে। খোলা পেটে বাতাস ঢুকে কি হয় কে জানে? এই যেমন একজনের হাসতে হাসতে পেট ফেটে গিয়েছিল। সেখানে টুনটুনি বাসা করেছিল কবে লোকটা টেরই পায়নি। শেষে কিনা একদিন ভোরে নিজের পেট থেকে পাখির ডাক শুনে গেল ঘুম ভেঙে। তারপর সেকি হুলুস্থুল ব্যাপার। টুনটুনিরাও যাবে না, এও থাকতে দেবে না। শেষে মামলামকদ্দমা। তাই বলছি, অতশত ঝক্কি আপনারা সামলাতে পারবেন না। আপনারা শুধু শুভ বিজয়া জানুন। মিষ্টিটিস্টি খান আর ভালো থাকুন। আমি আর আরাধ্যা আরো গল্প করে নিই বরং।
[ছবিঃ আদিত্য পাল]