Skip to main content

কত হাজার বছরের পুরোনো কথাটা, তবু কতটা জরুরী...

"মুশকিলটা হল যারা শিক্ষক তারা জীবনবোধের শিক্ষা না দিয়ে বাকসর্বস্বতার শিক্ষা দিচ্ছেন। আর যারা শিখতে আসছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা, তারা চিত্তের উৎকর্ষের শিক্ষা ছেড়ে বুদ্ধির সুক্ষ্মদর্শীতার শিক্ষার পিছনে ছুটছে। ফলস্বরূপ যে দর্শনের উদ্দেশ্য ছিল জ্ঞানান্বেষণ সে এখন শব্দান্বেষণ হয়ে দাঁড়িয়েছে। এখন আর ফিলোজফি নেই, এখন সব ফিলোলজী।" 

~ সেনেকা