খুব সাধারণ গল্প। মথুরার এক অজ গ্রাম। দুই মেয়ে নিয়ে এক গরীব পরিবার। অতি গরীব পরিবার। বাবা কাজে যান, সাইকেলে চড়ে। যে সাইকেলটার অবস্থা খারাপের চাইতেও খারাপ। অতি খারাপ।
পরিবার দরিদ্র হলে কি হবে, সুখ আছে। হাসি আছে। যে পরিবারে সাইকেলটাও এক সদস্য। তারও একটা মূল্য আছে। আদর আছে।
এরপর গল্প গড়ালো রাজনীতি, আশা, স্বপ্ন, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, বন্ধুত্ব এবং অবশ্যই.... জাতপাতের জটিলতা নিয়ে।
শেষে কি হল? দৈনন্দিন জীবনের আবার শেষে কিছু হয় নাকি? একটা বৃত্তের যেমন শুরুর বিন্দু হয় না, তেমনই এ জীবনবৃত্তের শুরু শেষ নেই, একটা খণ্ডমাত্র, মানে বৃত্তচাপ আর কি।
আমার ভীষণ ভালো লাগল। দেখার পর জীবনের সর লেগে থাকল মনে। বাঁচার ইচ্ছা, জীবনের সর।
ত্রুটিহীন সিনেমা কি? না না, তেমনভাবে দেখলে দোষ কি খুঁজে পাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে। সে কথা থাক।
অবশ্যই উল্লেখ করছি, প্রকাশ ঝা এর অভিনয়। হ্যাঁ, পরিচালক প্রকাশ ঝা এর অভিনয়।
দেখা যেতে পারে। সরল জীবনের, সোজা লড়াইয়ের গল্প, জটিল সমাজ জীবনের রাস্তায়।
কোথায় পাবেন? আমাজন প্রাইমে।