Skip to main content
ফুলের বুকে জমল মধু
পড়ল তাতে চাঁদের আলো
তার উপরে দু চারখানা
তারা এসে সেজে গেল
রামধনু রঙ জড়িয়ে নিয়ে
গোলাপ বলল আমিও এলাম
ঝিনুক ছাঁচা মুক্তো বলে
আমিই বা বাদ কেন গেলাম
সবাই মিলে সাজল যখন
ভোরের সূর্য উঠল সেই
সব মিলিয়ে হল আরাধ্যা
টুপ করে সে ফুটল ওই