সৌরভ ভট্টাচার্য
12 October 2018
তবু তো শোক শুদ্ধ করে
রোদে পোড়া তপ্ত একটা রেললাইন
তখন উষ্ণ ফুৎকারে
পৃথিবীকে তালুতে রেখে গড়িয়ে নিচ্ছে মহাকাল
ঝিম ধরা দুপুরে চিলের ডাক
বড়ি দেওয়া কাপড় কুঁচকে যাচ্ছে ছাদে
তবু তো শোক শুদ্ধ করে
সেই তপ্ত রেললাইন ধরে আসে একলা ট্রেন
তার একটা বগির মাথা
আগের স্টেশানে বৃষ্টির জলে ভিজে
ট্রেন মিলিয়ে যাচ্ছে সবুজে
সামনে সিগন্যাল ঢাকা শীতের কুয়াশা
ইঞ্জিনের কালো ধোঁয়া মিশছে
দুরন্ত কিশোরের মত
সব মিলিয়ে যাবে
ট্রেনের আওয়াজ বসবে মাথার কাছে
ব্রিজ নদী পাহাড় মাঠ বসতি
পেরোতে পেরোতে
একটা কালো মেঘের অপেক্ষা জন্মাবে
ভালোবাসার মত -
যার বুকে সাত সমুদ্রের জল