সৌরভ ভট্টাচার্য
10 January 2016
তোমার সাথে বোঝাপড়া তো আছেই
আজ না হয় কাল
মাটিতে পা রাখা, আলোতে চোখ মেলা
ছুঁয়ে থাকা হাতের ওপর হাত
সবের উপর পড়বে যবনিকা। জানি।
তবু প্রতিটা ক্ষণে আমি প্রতিক্ষণেরই চাই স্বাদ
তোমার অযুত নিযুত বর্ষব্যাপী যে ভাণ্ডার
তার সন্ধান দিও তাদের যারা তা চায়। আমি চাই না।
অমরত্বের দাবী, অমৃতের স্বাদ - চাই না।
আজ না হয় কাল
মাটিতে পা রাখা, আলোতে চোখ মেলা
ছুঁয়ে থাকা হাতের ওপর হাত
সবের উপর পড়বে যবনিকা। জানি।
তবু প্রতিটা ক্ষণে আমি প্রতিক্ষণেরই চাই স্বাদ
তোমার অযুত নিযুত বর্ষব্যাপী যে ভাণ্ডার
তার সন্ধান দিও তাদের যারা তা চায়। আমি চাই না।
অমরত্বের দাবী, অমৃতের স্বাদ - চাই না।
চাই প্রতিটা ক্ষণে, প্রতিক্ষণেরই স্বাদ
আমার অলোভ হাতের স্পর্শে মাখতে, নির্ভেজাল
আমার অলোভ হাতের স্পর্শে মাখতে, নির্ভেজাল
শুধু এইটুকুই
এর বেশি যদি দাও, রাখব কোথায়?
স্পর্শের সুখ হারালেই আসে মুঠোর দাবী
মুঠোতে আমার ভয়
সে বাসি করে সব, রুদ্ধ বোঁটকা গন্ধে
এর বেশি যদি দাও, রাখব কোথায়?
স্পর্শের সুখ হারালেই আসে মুঠোর দাবী
মুঠোতে আমার ভয়
সে বাসি করে সব, রুদ্ধ বোঁটকা গন্ধে
আমি খোলা হাতের স্পর্শ চাই - অলোভ
প্রতিটা ক্ষণে, প্রতিক্ষণেরই
প্রতিটা ক্ষণে, প্রতিক্ষণেরই