সৌরভ ভট্টাচার্য
12 March 2022
ভুলতে গেলে যত্ন করতে হয়
এমন জায়গায় রেখে দিতে হয়
সহজে যাতে চোখে না পড়ে
আবার খুঁজতে চাইলেই যেন
ধরা দেয় হাতের নাগালে
এমনি ভাবেই
কিছু কিছু কথা
খুব যত্ন করে ভুলে থাকতে হয়
(ছবি Debasish Bose)