Skip to main content

তুমি এভাবে কেন আসো
দরজা জানলা ভেঙে, ছাদ ফুটো করে?
ভূমিকম্পের বুকও তোমায় দেখে কাঁপে

তোমায় বেঁধে রাখার দড়ি খুঁজেছি
এদেশ ওদেশ মন্দিরে গীর্জায় মসজিদে
                           মতে মতান্তরে

দড়ি মিলেছে -
নানান রঙের, নানান মাপের
খুশী হয়ে বাড়ি ফিরেছি কতবার
শেষে বুঝেছি, ঠকেছি
দড়ির রঙে নিজেকে ভুলিয়েছি
দড়ির মাপে তোমায় না
           নিজেকে বেঁধেছি

আজ আমি বর্ষা বসন্ত শীত গ্রীষ্মের মত
                           খোলা মাঠে
চেতানো বুকে দুঃখ সুখ আনন্দের ফসল
তুমি সারা ক্ষেত মৌমাছির মত
পরাগ ছুঁইয়ে যাও
তোমার মতে, তোমার খুশীতে
        কখনো ফসল ফলাও, কখনো রাখো রিক্ত
দুই-ই ভালো লাগে
আমি তোমার গুনগুন গানে বিভোর

কারা যেন শুনি ওই দড়িগুলো নিয়ে লড়ে মরছে
                      দড়িগুলোর দামে মারছেও
ঘরের লোককে বাইরে খুঁজলে নকলই মেলে
কে বোঝাবে কাকে?

Category