Skip to main content
===
ভয়, খোলা শামুকের মত হাঁটবে
  ভিজে জবজবে হবে সারা গা -
 
       এত জায়গা দিই না আর
  ভয়ের মাথায় হাত রাখি
      শামুকের মত গুটিয়ে যায়
          গা থেকে গড়িয়ে পড়ে হড়হড় করে
 

===
আলো নিভিয়ে খাটে উঠতে সেদিন ভয় ছিল।
আজ নেই
 
আলো নেভানো ঘরে আবছা খাটের পরিধিও বুঝতে পারি
    হাতড়াতে হয় না এখন
 
  পরিধি বুঝলে ভয় থাকে না
 

==
চলে গেলে
 
আমার প্রেম হল মুক্ত
আমার ভয় হল অনাথ
 
 

Category