Skip to main content

সবাইকে যথোচিত যথাযথ যা যা দেওয়ার দিয়ে দেওয়ার পর, নিজের জন্য থাক কিছু ভুল করার স্বাধীনতা। ভুল করাটা আত্মিক কর্তব্য। সেরকম কিছু আন্তরিক অবশ্যম্ভাবী ভুলই মোড় ঘোরায়। সমাজ চিরকালই ভীতু, ব্যক্তি নয়। সমাজ মানে অভ্যাস, ব্যক্তি মানে ইচ্ছা। 
        যদি হিটলার হয়? ইচ্ছা বলেছি, লোভ বলিনি। আগুন স্বাধীনতা পেলে দাবানল হয় বাতাসের মাতলামিতে আর ইন্ধনের প্রাচুর্যে। দোষ হয় শুধু আগুনের।

        ভীতু কোথাকার!