Skip to main content


এখানে খুব বৃষ্টি হচ্ছে জানো
তোমার ওখানে?

তোমার সাথে বৃষ্টিতে ভিজেছি
                      সারা সকাল
            তোমায় না বলে।

রাগ করলে?
রাগ কোরো না দোহাই,
তোমার ভিজে পায়ের ছাপ
আমার সারাটা মন জুড়ে,
দেখবে এসো,
তোমায় নিয়ে তোমার সাথে
আছি কেমন ভরা বাদল ছেয়ে?

Category