সৌরভ ভট্টাচার্য
22 August 2016
এলোমেলো ঝোড়ো হাওয়ায় কাঁপছে ভিজে কাক একটা সামনের আম গাছটায়।
বৃষ্টি মায়ার মত হাত বাড়িয়ে বলল, ভিজে আকাশটা ছুঁয়ে দেখো একবার....
ভিজে আকাশটা ছুঁয়ে কাকটার গায়েও হাত বুলিয়ে ফিরলাম।
ওর শরীরে নিবিড় আত্মীয়তা
এ কাক নয় তো!
এ তো কাকের শরীরে আমার অসম্পূর্ণ কান্নারা!
মেঘ জমেছে তখন মনের ওদিকে
ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে না বলতে চাওয়া, অজ্ঞাত মনের দাওয়ায়
মন ভিজছে ভেজা নারকেল পাতার মত
আমি দাঁড়িয়ে সে পাতার তলায় একা
খুঁজে চলেছি পাগলের মত একটা ভিজে কাক
অচেতন মনে সচেতন বৃষ্টির ছাঁট