Skip to main content

আমার যাতায়াতের পথে একটা নীল রঙের দেওয়াল পড়ে। যেতে আসতে তাকাই, চোখে আরাম লাগে।

এই যে ক’দিন আগে ঝড়জল হল

সেদিন দেখলাম নীল দেওয়ালটার গায়ে একটা নারকেল গাছের পাতা এসে পড়েছে। পরেরদিন দেখলাম তার গায়ে কেউ থেবড়ে থেবড়ে মাটি মাখিয়েছে। সবটায় না, কয়েকটা জায়গায়।

তবু নীল রঙ আমায় দেখে হাসল, বলল, কেমন আছ?

আমি জিজ্ঞাসা করলাম, কে করল?

নীল রঙ অমলিন হেসে বলল, ছাড়ো তো......

নীল রঙ সত্যিই ভীষণ অমলিন। তাই হয় তো আকাশ সব ছেড়ে নীল রঙ বেছেছে। কালো মেঘকে সম্পূর্ণ ছুট দিয়েও। গুরুদেব বুকের মধ্যে "নিভৃত নীল পদ্ম" পেয়েছেন।

কোনো ছোটো কথা বলতে গেলেই, নীল রঙই বলতে পারে, ছাড়ো তো......

বুকের মধ্যে নীল পদ্ম পেলে মন? খোঁজো.. খোঁজো....