Skip to main content
যা ঘটছে চারিদিকে কেন ঘটছে? 
আমি ভেন্টিলেশানের সামনে বসে,
তোকে নিয়ে যাব।
 
ডাক্তার বলেছে তোর মস্তিস্ক নাকি মৃত
শুধু হৃৎপিন্ড চলছে।
কেন চলছে?
 
বুঝতে পারছি না।
আমি কিন্তু কাঁদছি না দেখ।
তোর বাবা আমাকে এড়িয়ে যাচ্ছে,
লাল জবাফুলের মত চোখ নিয়ে।
 
আমি তো জানি তোকে ওরা কোথায় নিয়ে যাবে।
আমায় ওখানে যেতে বলিস না বাবু,
আমি সত্যিই কেঁদে ফেলব।
আমি কাঁদতে চাই না বাবু তোর যাওয়ার সময়,
ওতে অমঙ্গল হয়।
আমার আঁচল, আমার হাত, পা, হৃৎপিন্ড সব থাকবে বাবু,
 
তুই থাকবি না।
আমি এগুলো নিয়ে রোজ হাঁটব, কথা বলব, শোব সকাল সন্ধ্যে,
যতদিন না আমারও হৃৎপিন্ড থামে।
আমি পারব বাবু
তুই সাবধানে যা।
আমি বসে আছি।
 
আসিস তবু গভীর রাতে,
আমি কাউকে জাগাবো না।
তোরা পোড়া শরীর বুকে জড়িয়ে শুয়ে থাকব
কাউকে না জাগিয়ে,
কাঁদব না, তুই দেখিস।
সাবধানে যা।
দূর্গা দূর্গা।

Category