Skip to main content

ভালোবাসা যদি নখের মত বেড়ে যায়, মাঝেমধ্যে কেটে ফেলাই ভালো। নইলে ওতে অন্যকে তো বটেই, নিজেও ক্ষত-বিক্ষত হতে হয়। নখে রঙ করলে কি আর ধার কমে? তার চাইতে নখ-কর্তকের সাহায্যেই চলাফেরা, ভালোবাসা সামলে-সুমলে রাখা ভালো। মেসেঞ্জারের প্রেম আর সংসারের বাজেট সামলানো প্রেমের মেলা পার্থক্য, নয় কি?