Skip to main content
ভালোবাসা কূল হারানো সমুদ্র না
ভালোবাসা পরিধি ঘেরা পুকুর দীঘিও না
 
ভালোবাসা তো নদী
 
আমি একটা তীর হলাম
তুমি আরেকটা তীর হও