সৌরভ ভট্টাচার্য 6 August 2015 ১ ---- তবু ভাল আছি তো জানি কেউ কেউ বিশ্বাস করে না আয়না, মাথার বালিশ, আর নির্জন সন্ধ্যে ২ ---- জানি তুমিও ভাল আছ তবু কেউ কেউ বিশ্বাস করে না আমার হৃদয়, তোমার চোখ, আর রাতের আকাশ Category কবিতা Log in or register to post comments4 views