Skip to main content
 
 
তো হল কি তিনি খুব ভক্ত মানুষ। অনেকটা পথ হাঁটছেন। শরীর আর দিচ্ছে না। বেজায় ক্লান্ত। রামকে কাতর হয়ে মনে মনে প্রার্থনা জানাচ্ছেন, হে রাম, হে প্রভু, আমায় একটা ঘোড়া পাইয়ে দাও, আর তো হাঁটতে পারছি না। 
        খানিক পর দেখা যায় রাস্তার উপর সত্যিই একটা ঘোড়া। ভক্ত উৎফুল্ল হয়ে "জয় প্রভু, জয় রামজীকী" বলে চড়ে বসে। ও বাব্বা! খানিকটা পথ যেতে না যেতেই ঘোড়াটার পা গেল মচকে। ঘোড়া আর চলতে পারে না। ওদিকে দয়ালু, শ্রান্ত ভক্তও অমন অসুস্থ ঘোড়াকে মাঝপথে একলা ফেলে আসতে পারে না। অগত্যা সে কি করল, সে ঘোড়াটাকে নিজেই পিঠে তুলে নিয়ে হাঁটতে লাগল। (তর্কবাগীশরা তথ্য চাইবেন না, ইওহিপ্পাস থেকে ইক্যুয়াস - যে সাইজ মনে ধরে ভেবে নেবেন)। ভক্ত ঘোড়া কাঁধে হাঁটে আর বলে, "বুঝলি তো বুঝলি রাম, উল্টো বুঝলি রাম!"
        (রাস্তায় অমন পাঁজাকোলা করে ঘোড়া আনা দেখে আমার বেজায় হাসি পেল আর গল্পটা মনে পড়ে গেল। তাই আর কি..)