সৌরভ ভট্টাচার্য
4 August 2014
রাতের বুক চিরে চাপা কান্না ছড়াল
পেয়ারা গাছের ডালে।
জ্যোৎস্না পড়ল তার উপর
তাকে জড়িয়ে।
কান্না জ্যোৎস্নার বুকে মুখ গুঁজে শুয়ে।
একটা প্যাঁচা ডেকে উঠল ডানা ঝাপটিয়ে,
কান্না চমকে উঠল।
জ্যোৎস্না আরো গাঢ় হয়ে
বুকে জড়ালো কান্নাকে।
পেয়ারা গাছের ডালে।
জ্যোৎস্না পড়ল তার উপর
তাকে জড়িয়ে।
কান্না জ্যোৎস্নার বুকে মুখ গুঁজে শুয়ে।
একটা প্যাঁচা ডেকে উঠল ডানা ঝাপটিয়ে,
কান্না চমকে উঠল।
জ্যোৎস্না আরো গাঢ় হয়ে
বুকে জড়ালো কান্নাকে।
রাত এগিয়ে চলল।
তারারা জ্যোৎস্নাকে বলল, "ফিরে চল
শুকতারা আসবে যে এখনি!"
জ্যোৎস্না কান্নাকে বুকে রেখে তার মুখ চুম্বন করল
বলল, "আসি
কাল আবার হবে দেখা।"
কান্না ব্যাকুল হল
বলল, "আমায় কার কাছে রেখে যাবে"?
জ্যোৎস্না বলল, "ঘাসের কাছে।"
তারারা জ্যোৎস্নাকে বলল, "ফিরে চল
শুকতারা আসবে যে এখনি!"
জ্যোৎস্না কান্নাকে বুকে রেখে তার মুখ চুম্বন করল
বলল, "আসি
কাল আবার হবে দেখা।"
কান্না ব্যাকুল হল
বলল, "আমায় কার কাছে রেখে যাবে"?
জ্যোৎস্না বলল, "ঘাসের কাছে।"
ভোর রাতে ঘাসে ঘাসে জমল শিশির।
প্রভাতের প্রথম আলোকে সে বরণ করল নিজের বুকে,
বিচ্ছুরিত হয়ে উঠল মুক্তার মত তার হৃদয়।
রাতের কান্না নত হল,
বলল, "আমি ধন্য।"
প্রভাতের প্রথম আলোকে সে বরণ করল নিজের বুকে,
বিচ্ছুরিত হয়ে উঠল মুক্তার মত তার হৃদয়।
রাতের কান্না নত হল,
বলল, "আমি ধন্য।"