সৌরভ ভট্টাচার্য
18 March 2017
আমার যে সব ছাত্রছাত্রী টেস্টে বাজে রেজাল্ট করে, তবু মাধ্যমিক কি উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে যায়, তাদের কাছ থেকে মির্যাকেল আশা করি। হয় না। অতীত আর ভবিষ্যতের একটা সাযুজ্য থাকে। সেটা বিঘ্নিত হলে তাকে বলি, ব্যতিক্রম।
ভয় করছে। উতলা লাগছে। কোথাও একটা বড়সড় গোলমাল হয়ে গেল। ক্ষমতা তো বিতর্ক নয়। ক্ষমতা নিরাপত্তা দেওয়ার, সাম্য রাখার, শৃঙ্খলা গড়ার। হবে তো? মির্যাকেল আশা করছি আবার, জানি।
গেরুয়া তুমি সামলে থেকো
শোণিত বরন হোরিখেলায় ছুপিয়ে না যাও
খেয়াল রেখো