Skip to main content


জানি অনেক অন্ধকারের শেষে আলো থাকে না
থাকে আরো অন্ধকার
সে অন্ধকারে নিজেই নিজের আলো।
সে পথের উত্তর দক্ষিণ পূব পশ্চিম নেই
চড়াই উতরাই নেই
নিজেকে হাতড়ে নিজের ঠেলায় সামনের দিকে
এগোতে হয়
জানি না সামনে সমুদ্র না খাদ
পাহাড় না নদী
তবু চলতে হয়
চলতে চলতে চলতে
কোন এক সময় মনে হয়
কোথাও কি যাওয়ার ছিল?
কারুর ঠিকানা কি ভুলে গেছি?
নিজের চোখ কান নাক ঢেকে দৌড়াতে ইচ্ছা করে
পালাতে ইচ্ছা করে
কিন্তু চারিদিক অন্ধকার, শুধুই অন্ধকার
ঘুটঘুট্টে স্যাতস্যাঁতে অন্ধকার


পৃথিবীর আদিমতম রহস্য যে প্রাণ
তার কাছে ফিরে আসি
তার রূপ, মাধুর্য্যহীন বর্বরতার সৌন্দর্য্যে চোখে আরাম লাগে
সভ্য বর্বরতার চেয়ে তা অনেকগুণ খাঁটি, কম হিংস্র
তাকে বলি অন্ধকারের থেকে আমায় আলোতে নিয়ে এসো
যে আলো অন্ধকারের গর্ভেই উৎপন্ন
যে আলো অন্ধকারকে লুকিয়ে রাখে গর্ভে, সে না!

Category