Skip to main content
 
আরো কিছুক্ষণ যদি তোমার পাশে বসতে পারতাম
আরো কিছুক্ষণ যদি সব কিছু এমনই নিঃশব্দ থাকত
আরো কিছুক্ষণ যদি তোমার দিকে মুখ ফিরিয়ে থাকতাম
 
এত অস্থিরতা থাকত না আজ
 এত অতিরিক্ত শব্দের জাল 
     জড়িয়ে থাকত না আমায়
 
চলতে ফিরতে আমার তবু মনে হয়
   হয়ত আজও তুমি অমনই বসে 
           অমনই নিশ্চল, স্থির, 
              জুলাইয়ের টানা বৃষ্টির মত
 
   শুধু আমারই যাওয়া হচ্ছে না
 
কিন্তু তবু জেনো আমি যাব
          আমি আসব
 
        উঠে যেও না

Category