সৌরভ ভট্টাচার্য
25 March 2019
আরো কিছুক্ষণ যদি তোমার পাশে বসতে পারতাম
আরো কিছুক্ষণ যদি সব কিছু এমনই নিঃশব্দ থাকত
আরো কিছুক্ষণ যদি তোমার দিকে মুখ ফিরিয়ে থাকতাম
আরো কিছুক্ষণ যদি সব কিছু এমনই নিঃশব্দ থাকত
আরো কিছুক্ষণ যদি তোমার দিকে মুখ ফিরিয়ে থাকতাম
এত অস্থিরতা থাকত না আজ
এত অতিরিক্ত শব্দের জাল
জড়িয়ে থাকত না আমায়
এত অতিরিক্ত শব্দের জাল
জড়িয়ে থাকত না আমায়
চলতে ফিরতে আমার তবু মনে হয়
হয়ত আজও তুমি অমনই বসে
অমনই নিশ্চল, স্থির,
জুলাইয়ের টানা বৃষ্টির মত
হয়ত আজও তুমি অমনই বসে
অমনই নিশ্চল, স্থির,
জুলাইয়ের টানা বৃষ্টির মত
শুধু আমারই যাওয়া হচ্ছে না
কিন্তু তবু জেনো আমি যাব
আমি আসব
আমি আসব
উঠে যেও না