Skip to main content
আমার আশা ভরসা সব কাড়তে পারো,
স্বপ্নগুলো গুঁড়িয়ে।
আমি তবু থাকব।
আমার ভিটে মাটি কেড়ে নিতেই পারো,
দেশান্তর করে।
আমি তবু থাকব।
আমার ভালবাসায় আগুন জ্বেলে করতেই পারো আমায় নিঃস্ব।
আমি তবু থাকব।
থাকব থাকব থাকব।
এ আমার ইচ্ছে।
 
তোমার এত সাধ্য নেই আমার ইচ্ছাকে তুমি কাড়বে, ভাঙবে, গোঁড়াবে।
আমার হৃদয়ের উৎসমুখ সে, আমার ইচ্ছে।
আমি বাঁচব, ভালোবাসব, লড়াই করব-
না, তোমার মত গোপনে আঘাত করে নয়, কাপুরুষ!
আমার ইচ্ছার জোরে।

Category