সৌরভ ভট্টাচার্য
26 November 2020
মন্দিরে কথোপকথন হচ্ছে। একজন মহিলা আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করলেন, দিদি উপোস করেছেন?
তিনি মুখটা শুকিয়ে বললেন, না দিদি, যাদের মাসে পনেরোদিন এমনিই পেটে ভাত জোটে না তাদের আবার উপোস!
এতদিন লকডাউনের পর যখন সব কিছু স্বাভাবিক হতে শুরু করছে, "খেটে খাওয়া" মানুষেরা আবার রাস্তায় নামছে...সেই মুহূর্তে হঠাৎ সব কিছু আটকে ফেলার ছবিটা দেখে আমার এই ঘটনাটাই মনে পড়ল....