সৌরভ ভট্টাচার্য
16 July 2015
এখনো জীবন বিজ্ঞান বইগুলোতে লেখা থাকে, মাছের দেহ কেমন? না, মাকুর মত।
বোঝো, এ যুগের কটা ছেলেমেয়ে মাকু দেখেছে, যে চিনবে। তখন বাধ্য হয়ে বলতে হয়, মাকু ওই মাছের দেহের মতই আর কি।
নাও, কে কার উপমা হয়!
আমার বড়দের একটা কথা শুনলেও এরকমই মনে হয়। ঈশ্বর কেমন? না বলে, সত্য স্বরূপ।
আরে ভাই ঈশ্বরকে সত্য স্বরূপ না বলে, সত্যকে ঈশ্বর স্বরূপ বলাটা বেশি যুক্তিযুক্ত না। ঈশ্বরকে জানি না, কিন্তু সত্যকে তো জানি, তবে?