সৌরভ ভট্টাচার্য
18 April 2019
কেউ যখন বলে, "আমি অতি নগণ্য মানুষ", " আমি অতি সাধারণ"...আমার কেমন খটকা লাগে। সত্যিই কি তাই? এত কঠিন কথাটার উপলব্ধি, এমন প্রান্তিক অনুভবটা এত সহজেই হয়ে গেছে? কিন্তু উপলব্ধির সুরটা যেন মিলছে না, কোথাও এখনও আছে ঝাঁজ। যেন কোমল রেখাব আর কোমল ধৈবতে কড়ি মধ্যম এসে বসল, তবেই কি সন্ধ্যের রূপটা ফুটল? না তো। তোমার মনের মধ্যে সন্ধ্যা কোথায়? আগে দুপুর হোক, দাবদাহে, তৃষ্ণায় পুড়ে ছারখার হও, তবে তো সন্ধ্যা নামবে, এক একটা পাখি নীড়ে ফিরবে, যারা অনেক আশা বাসনা আকাঙ্ক্ষা নিয়ে ভোরে নীড় ছেড়েছিল। তবে কণ্ঠে ঘনাবে সে সুর। অকারণ অনুকরণ কেন? এত তাড়া কিসের? তখন তোমায় বলতে হবে না, উপলব্ধিই করতে পারবে, কত অকিঞ্চিৎকর তুমি, আমি, এ বিশ্বচরাচর মহাকালের স্রোতে। ঢেউ কেউ গুণে রাখে না। কুঁজোর জলের মত বুকটা শীতল হবে।