Skip to main content

কি এমন পার্থক্য বলো?

তুমি অলীক বিশ্বাসে 

    অলীক স্বপ্নের জালে
                আত্মমগ্ন জড়


আমি নিরাশ বিষন্নতায়
      ধূ ধূ মরীচিকায়
            আত্মকেন্দ্রিক অসাড়

কি এমন পার্থক্য বলো?

আরাম পেয়েছ এতটুকু?

তুমি কষ্ট পেতে ভয় পাও বলে

    কষ্টের মানে খুঁজে মরো দিনরাত

সত্যি করে বলো তো
     এতো ব্যাখ্যা, এত পাণ্ডিত্যেও
           আরাম পেয়েছ এতটুকু?

শোক

প্রতিটা শোকের
একটা নিজস্ব ঘোর থাকে

সে ঘোরে থাকি আমি
...

এক পেয়ালা চা

অর্থ বলিতে তেমন কিছু নাই

জীবন বলিতে যা বুঝি

এক পেয়ালা চায়ের কাছে
...

অপেক্ষা

তোমার কাছে সে বিদ্যুৎ
তুমি তাই অপেক্ষা করো চমকের

আমার সে আলো নিরন্তর
...

সময় হয়ে উঠল অসময়

কে যেন বলেছিল
সব কিছু গুছিয়ে রেখো
ডেকে নিয়ে যাব
সময় করে

তার আর আসা হল না
...

যে যেভাবে খুশি

যে যেভাবে খুশি ভাবুক
যে যেভাবে খুশি জানুক

শুধু যে আমিই একা ঠিক
...

একটিই প্রার্থনা

একটিই প্রার্থনা,

একটিই শুভেচ্ছা

  মনে বারবার আসে
...

এইটুকুই যা ভেদ

লোভ বিকল্প বোঝে না

  তার ভীষণ জেদ


প্রয়োজন বিকল্প খুঁজেই নেয়
...

তখন

শব্দরা ধূসর হয় কখন বলো তো?

মাথা না তুলে হেঁটে চলে যায় শব্দের মিছিল -

    কখন?
...
Subscribe to উপপত্র