অর্থ
সৌরভ ভট্টাচার্য
20 July 2014
বাঁচার জন্য পয়সা লাগে,
লাগেই তো।
তাই তো কবীর তাঁত বুনেছেন,
যীশু, চৈতন্য, বুদ্ধ ভিক্ষা করেছেন।
...
লাগেই তো।
তাই তো কবীর তাঁত বুনেছেন,
যীশু, চৈতন্য, বুদ্ধ ভিক্ষা করেছেন।
...
প্রভু ও ভক্ত
সৌরভ ভট্টাচার্য
15 May 2014
তুমি বললে, দুঃখ আছে।
আমি বললাম, জানি।
তুমি বললে, মুক্তিও আছে।
আমি বললাম, হয় তো।
তুমি বললে, যাবে?
...
আমি বললাম, জানি।
তুমি বললে, মুক্তিও আছে।
আমি বললাম, হয় তো।
তুমি বললে, যাবে?
...
জানা
সৌরভ ভট্টাচার্য
19 April 2014
আমি জানতাম।
তবু বলিনি। তুমি বলবে বলে।
তুমি বললে না। শুধু কাঁদলে।
...
তবু বলিনি। তুমি বলবে বলে।
তুমি বললে না। শুধু কাঁদলে।
...