সৌরভ ভট্টাচার্য
15 December 2018
উনি বললেন, এই ঘড়িটা দুবাই থেকে আনানো। হীরের সময় সংকেত বিন্দু বসানো, সোনার চেনের ঘড়ি। কব্জিতে জাঁকিয়ে বসে। উনি চকচকে চোখে আমার চোখের দিকে তাকালেন। উনি ঈর্ষা খুঁজছেন, ছোবল হল, এবার বিষের পরিমাণ নির্ধারণ করছেন।
বললাম, কিন্ত দশ মিনিট স্লো চলছে যে!
খানিক অপ্রতিভ, বললেন, তাই নাকি! এখন ক'টা বাজে ঠিক?
আমি আমার তিনশো পঁচিশ টাকা দামের ঘড়ি দেখে সময় বললাম।
উনি মিলিয়ে নিয়ে মিলিয়ে গেলেন ভিড়ে
একা একা সময় মেলানো যায় না যে!