Skip to main content
 
উদ্বিগ্ন ঈশ্বর হন না। পশু তো নয়ই।
মানুষই হয়। তোমার আমার মত।
অসুখী ঈশ্বর হন না। পাথর নদী তো নয়ই।
মানুষ পশু আর গাছেরাই হয়। আমাদের মত।
নিঃসংশয় ঈশ্বর হন না। মৃত্যু তো নয়ই।
জীবনই হয়। মানুষ হয়ে রহস্যময়ীকে যখন সে বলে, বুঝলাম!