Skip to main content
এক মূক নিঃশব্দ যন্ত্রণা
শতসহস্র চোখে মেলে
তাকিয়ে আছে
দিনরাত
ভাষাহারা অন্ধকারে
প্রতিদিন
ডুবে যেতে যেতে দেখছি
অহংকার বাঁচতে চাইছে
খড়কুটো ধরে
কি অসম সংগ্রামে!
সাক্ষী অন্তর্যামী তাকিয়ে
সারা আকাশ জুড়ে
উদাসীন অনুকম্পায় 

Category