সৌরভ ভট্টাচার্য
15 June 2017
স্টেশান আবার ট্রেনের অপেক্ষায় কবে থাকল?
নাকি বাসস্ট্যান্ড থাকে বাসের অপেক্ষায়?
অপেক্ষায় তো থাকে যাত্রীরা, যাদের যাওয়ার আছে
কোথাও না কোথাও, দরকারে- অদরকারে
আমার তো যাওয়ার নেই কোথাও
আমি তো যাওয়া আসার সাক্ষী শুধু,
ওই স্ট্যান্ড কিম্বা স্টেশানের মত
কত প্রেম বুকের মধ্যে এসে অপেক্ষা করেছিল
ওই যাত্রীদেরই মত
কেউ ঠিক ট্রেন পেল, কেউ ভুল ট্রেন
কেউ ভুল বাস, তো কেউ ঠিক বাস
কেউ পড়ল দুর্ঘটনায়,
কেউ নিরাপদ রাস্তায় গিয়েও ঠেকল ভুল ঠিকানায়
কেউ কেউ পৌঁছেছিল অবশ্য গন্তব্যে
তারপর?
তারপর আর খেয়াল রাখি না
উদাসীন আমি
ওই স্টেশানের মত, বাসস্ট্যান্ডের মত