সৌরভ ভট্টাচার্য
18 August 2019
ছোটোবেলায় মাঝে মাঝে একটা খেলা খেলতাম। কেন্নো ধরে জবা গাছ, কি সজনে গাছ, মোটামুটি আমি হাত পাই এমন কোনো গাছের মগডালে তাকে চড়িয়ে দিতাম। ঠিক লোকাল ট্রেনের মত দেখাত, যখন সরু ডাল বেয়ে হাঁটত, আমি দেখতাম সে ওত শাখা-প্রশাখায় পথ হারায় কিনা।
আমি কোনোদিন দেখিনি কোনো কেন্নোকে গাছের শাখাজালে বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে মারা যেতে। ঠিক নেমে আসত, কারোর বেশি সময় লাগত, কারোর কম। তারপর আবার মাটির উপর গুটিগুটি পায়ে হেঁটে যেত। আমি হেরে যাওয়ার আনন্দে আর বিস্ময়ে অভিভূত হয়ে যেতাম।
জীবনের নানা জটিলতায় যখন মাঝে মাঝে দিশা পাই না, তখন ওই কেন্নোগুলোর কথা মনে পড়ে, বারবার ভুল ডালে গিয়ে, একই ডালে দু-তিনবার গিয়েও কেমন রাস্তাটা ঠিক খুঁজেই পেয়ে যায়। আমি পাব না? ঠিক পেয়েই যাই। শুধু মনে রাখতে হয় যে মাটি ছুঁয়ে আছে একমাত্র গুঁড়িই, আর সেটা নীচের দিকে, হাজার শাখার উচ্চতার প্রলোভনে নয়।