Skip to main content


যে রাস্তাটা অর্ধেক হেঁটে ফিরে গিয়েছিলে
আমি এখনো ঠিক সেখানেই দাঁড়িয়ে

দেখতে দেখতে কত কি পাল্টে গেল
কত কেউ এলো গেলো
আমি এক বিন্দুও নড়িনি
                      দেখো

আমার পাশে বীজগুলো গাছ হল
    তাতে দেখতে দেখতে ফুল হল, ফল হল
আবার তাদের বীজ হল
    আমি সরিনি দেখো, একচুলও না

যে নদীটা বরফের বুকে ছিল
   সে গলে গেছে জানো? 
 তার কি উচ্ছ্বাস যদি দেখতে
ওর চঞ্চল ঢেউ কতবার 
    আমার চোখে মুখে বুকে লেগেছে
ও ছুটতে ছুটতে আমায় বলেছে, যাবি?
        আমি যাইনি। কি করে যাই বলো?

জানো ওই পিপুল গাছটা মরে গেল
সেই যে গো, যার তলায় দাঁড়িয়ে তুমি বলেছিলে
                                 "আমি আসছি"
আমি গাছটাকে বলেছিলাম জানো
  পিপুল তুই সবুর কর, ওরে শেষ শ্বাসটাকে রাখ
আমি বলেছিলাম, ওরে পিপুল তুই যে সেদিনের একমাত্র সাক্ষী!
     শুনল না জানো। চলে গেল। সব পাখিগুলো উড়ে গেল।
আমি একা হলাম। তবু যাইনি।

আজ সবাই বলে আমি নাকি, বোকা!
কেঁচোটা বলে মাটির কানে
ভ্রমর বলে ফুলের কানে
মেঘ বলে আকাশের কানে

আমি জানি
আমি জানি
আমি জানি

হ্যাঁ গো তুমিও তাই বলবে?
      আমি বোকা?

Category