Skip to main content


ভেসে এসেছিলে
তখন অবেলা, ভেজানো দরজা
অস্পৃশ্য তালা
ঠোঁটে লেগেছিল সুখ

আমার মত তুমিও কি ছিলে
উন্মুখ? 

পাখি ডেকে গেল
ভাঙা জানলা
সুতো ছেঁড়া ঘুড়ি ছাদে একলা
রোদের আঁচলে তুমি মুছে গেছ মুখ

আমার মত তুমিও কি ছিলে
উন্মুখ?

একতারা টানা বাউলের সুর
শ্যাওলার বুকে আসমানী দুখ
মিথ্যা কথা তো বলে না মুকুর
আগুনকে বলি
    কার সুখে জ্বালো ধিকিধিকি বুক?

সত্যি বলো না
আমার মত তুমিও কি ছিলে
উন্মুখ?

Category