সৌরভ ভট্টাচার্য
12 February 2015
রাত দুটো
পরদাটা একটু নড়ল
তুমি এলে?
রাত আড়াইটে
ঘরে তোমার গায়ের গন্ধ
তুমি এসেছ?
রাত তিনটে
আমার বুকের মধ্যে ছুঁচ ফুটছে
তুমি দেখতে পাচ্ছ আমায়?
আমি পাচ্ছি না তো!
ভোর চারটে
আমার গলার কাচ্ছে কান্না
চোখদুটোতে জ্বালা
তুমি চলে যাচ্ছ?
আবার!
আসবে আবার?
আমার দু'চোখ জোড়া ঘুম
ভোর পাঁচটা