Skip to main content

বাইরে দাঁড়িয়ে কেন?
ভিতরে এসো
পায়ে ধুলো?
তার চেয়ে অনেক বেশি ধুলো
                 আমার ঘরে বন্ধু
ময়লা জামা?
সে ময়লা সহ্য হবে
জামার নীচে যে হৃৎযন্ত্রটা?
আমার সে যন্ত্রটা বিকল হয়েছে অনেকদিন,
তোমায় বাইরে রেখে।

গাছের কেন্দ্রে যে চোরা রসের স্রোত
কেউ দেখে না বন্ধু,
বাইরের সবুজে চোখ আটকে।

তুমি ভিতরে এসো।

Category