sumanasya
24 November 2025
যা বলে গেলে
শুনে গেলাম
যা বললে না
তাও বুঝলাম
সব ঠিক ছিল না
মিথ্যা ছিল অনেক
অকৃতজ্ঞতাও
সে সব নিয়ে তর্ক চলতে পারত
কিন্তু আমার যাওয়ার ছিল
তোমার সত্য
তোমার মিথ্যা
তোমার ছলনা
এ সব ছাড়িয়েও
অনেকটা রাস্তা যাওয়ার আছে আমার
এগোতে গেলে
নিজের ছায়াই নিজেকে মাড়িয়ে যেতে হয়
তুমি তো অন্তত অত কাছের নও