সৌরভ ভট্টাচার্য
8 September 2016
আমার রাতের ঘুমের পাশে
শুধু তুমিই থেকো
আমার ঘুমন্ত আলতো হাতের মত
নিজেকে একমাত্ৰ
তোমার বুকেই রাখতে পারি নিশ্চিন্তে
আমার অচেতন ঘুমের মধ্যে থাকে
তোমার সচেতন আশ্বাস
তুমি আমায় ভালোবাসো
মাটিতে থেকে উপড়ে আনা
শিকড়ের গায়ে লেগে থাকা
অবাধ্য শেষ মাটির মত ভালোবাসো