Skip to main content

পোড়া গাছটা তবু বিদ্যুৎকে ভয় পেল না

বিদ্যুৎ ঝলসে উঠে সামনে এসে দাঁড়ালো
বলল, এখনও ভয় করে না আমায়!
পোড়া গাছ বলল,
ভয় ছাড়ালে তো তুমিই
সবটুকু পোড়ার পর জানলাম
তুমি সুন্দর

Category