Skip to main content


সেদিন তুমি 
     দিতে চেয়েছিলে দু'হাত ভরে
নিই নি আমি, 
     ফিরিয়ে দিয়েছি অহংকারে

কালের ঘুর্ণী
     ঘোরালো ছোটালো কি মহাঘোরে
ফিরে এসে দেখি
     শূন্য অহং পূর্ণ হিসাব শূন্য করে

ফিরেছি গো এই
   দেবালয়ে না, শূন্য যেখানে একের ঘরে
তুমি না চাইলে
এ খেলা যে খেলা সে খেলা ঘুচত কেমন করে
 

Category