সৌরভ ভট্টাচার্য
20 March 2022
তুমি না
আমি বিশ্বাস করেছি
তুমি এলে আমি ভালো থাকব
তুমি না
আমি এই বিশ্বাসকে লালন করেছি
স্বপ্নে, প্রশ্রয়ে, আদরে
তুমি না
আমি আশ্রয় করে বাঁচতে চেয়েছি
নিজের লালিত ঘরে নিজেকে নিয়ে
তুমি না
আমি সেই ঘরছাড়া হয়েছি বারবার
খোলা আকাশের নীচে দাঁড়িয়েছি
যাযাবরের মত
তুমি না
আজও আমি শুধু
প্রথম দিনের মত
আর বাকি যা কিছু
খোলামকুচির মত
ছড়ানো ছেটানো
ভালোবাসা
(ছবি Debasish Bose)