Skip to main content

ওরা বলল, আজ থেকে তুমি সন্ত।
     এ দূরের কথা না কাছের?
       ভয় করছে আমার
মা ডাকের চেয়ে আপন ডাক কি সন্ত?
   তাও কি কখনো হয় রে মা?!

তুমি মা।
     কাদামাখা, ধুলোমাখা, মৃত্যুর জালঘেরা
   এই অন্ধকার সংসারে, তুমি সন্ত নও,
    তুমি মা।
সংসারের অলৌকিকতম ঘটনা
           তোমার হাসি
   তোমার বুকে
          বিশ্বমায়ের আঁচলের গন্ধ।
   সন্ত আরো অনেক আছে
ভবিষ্যতেও হবে
   তাদের জন্য তোলা থাক বিশ্বের বিরলতম অলৌকিক ঘটনা সব
    তোমায় যেন না করে অপমান ওরা ওসবের তকমায়
      এ যে মধ্যাহ্নের সূর্যের বুকে মাটির প্রদীপ জ্বালানোর প্রয়াস

তুমি চেয়েছিলে কি তা?

Category