Skip to main content

তোমাকে দেখলেই

এক মিনিট নীরবতা পালন করব

শুধুমাত্র তোমার পোশাকের জন্য

 

অদৃশ্য মোমবাতি নিয়ে হাঁটব

    তোমার পেছনে পেছনে

শুধুমাত্র তোমার পোশাকের জন্য

 

তোমার সঙ্গে চোখাচোখি হলে বলব

হয় তো আগুন তোমায় দাহ করবে না

হয় তো মাটি তোমায় আশ্রয় দেবে না

তুমি নারকীয় অত্যাচারে লুণ্ঠিত নির্বাক

   মৃতদেহেরই মান রাখতে জানো না..

      তুমি পাপের মর্যাদা রাখো

                তোমার আস্তিনের তলায়

 

তোমার মাথায়, ঘাড়ে, হাতে

      যে ক্ষমতার হাত আছে ভাবো...

সে ক্ষমতারও হাত পা বাঁধা

        গণনাথের দরবারে..

 যাকে চালায় মহাকাল...

 

      তুমি কতদিন আর তুমি!

      আর তোমার ধারের আয়ুতে বাঁচা পোশাক!

Category