sumanasya
13 August 2024
তোমাকে দেখলেই
এক মিনিট নীরবতা পালন করব
শুধুমাত্র তোমার পোশাকের জন্য
অদৃশ্য মোমবাতি নিয়ে হাঁটব
তোমার পেছনে পেছনে
শুধুমাত্র তোমার পোশাকের জন্য
তোমার সঙ্গে চোখাচোখি হলে বলব
হয় তো আগুন তোমায় দাহ করবে না
হয় তো মাটি তোমায় আশ্রয় দেবে না
তুমি নারকীয় অত্যাচারে লুণ্ঠিত নির্বাক
মৃতদেহেরই মান রাখতে জানো না..
তুমি পাপের মর্যাদা রাখো
তোমার আস্তিনের তলায়
তোমার মাথায়, ঘাড়ে, হাতে
যে ক্ষমতার হাত আছে ভাবো...
সে ক্ষমতারও হাত পা বাঁধা
গণনাথের দরবারে..
যাকে চালায় মহাকাল...
তুমি কতদিন আর তুমি!
আর তোমার ধারের আয়ুতে বাঁচা পোশাক!