সৌরভ ভট্টাচার্য
11 December 2014
তোমায় দেখব বলে তোমার দরজার সামনে দাঁড়ালাম, ডাকলাম
আমার 'আমি'র আড়াল থেকে এল তোমার স্বর।
তোমার বাণী শুনব বলে বই এর পাহাড় জমালাম
তুমি কথা বললে সব ভোলার পর।
তোমার পথে হাঁটব বলে সব ছেড়ে এলাম
তুমি অপেক্ষায় থাকলে ছেড়ে আসার বাঁকে
তুমিই জিতলে, আমি হারার পর।