Skip to main content

তুমি যদি ছুঁয়ে থাকো
    হাতের সবকটা রেখা 
     তোমার গন্তব্যের সাথে জুড়ে দিতে পারি

অন্যথায় সে তো
    দিশাহীন আঁকিবুঁকি
       যেন দলছুট পাখি মধ্য আকাশে
                  হারিয়ে গিয়েছে সারি