সৌরভ ভট্টাচার্য
11 July 2022
তোমার হাত পুড়েছে
কারণ তুমি আগুন জ্বালতে গিয়েছিলে
তোমার হাতে কামড় পড়েছে
কারণ তুমি শিকল খুলতে গিয়েছিলে
তোমার সারা গায়ে নোংরা লেগে
কারণ তুমি শুশ্রূষা করতে নেমেছিলে
এ সবই হয়
তুমি জানো এ সবই হয়
তুমি জানো এ সবই তোমার প্রাপ্য
কারণ তুমি সব কিছু নিয়ে
সব কিছু জেনেই ভালোবেসেছিলে
শুধুই ভালোবাসতে চেয়েছিলে